Facebook Page

This is the Official Facebook Page’s feed of Rumana Morshed Kanak Chapa. This verified Facebook page is managed by the singer herself and her well-known representatives.

Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

3 days ago

Kanak Chapa

থাইল্যান্ডের কোহ ইয়াও ইয়াই দ্বীপে ... See MoreSee Less

থাইল্যান্ডের কোহ ইয়াও ইয়াই দ্বীপে

Comment on Facebook

কি সুন্দর জায়গাটা

এই উত্তর টা দেয়ার জন্য খুশি হইলাম 👌thank you very much for right answer

মা যেখানেই থাকো দেশের যন্য দেশের মানুষের যন্য কাজ করো ♥♥♥♥অনেক ভালোবাসি মা

আপা আপনাকে অনেক ভালো লাগে বিশেষ করে আপনার গান গুলো ও।

ফিল্মে গাওয়া আপনার গানগুলা শুনলে এখনও হৃদয় জুরিয়ে যায় ম‍্যাম। ভাল থাকবেন সবসময়💙

খুব সুন্দর লাগছে আপা অসাধারণ। আপা তুমি কন্মেটের উত্তর দেওনা কেন আশা করি এখন থেকে দিবা।

Very beautiful.

ম্যাম অসাধারণ লাগছে।

Excellent moment

একজন অতি অতি অতি প্রিয় মানুষ। Face book না থাকলে এই মানুষটাকে এতো কাছে পেতাম না। ভাবতেই ভালো লাগে আমার লিখা তিনি পড়ছেন বা তিনার সাথে মত বিনিময় করতে পারছি। ভালো থাকবেন সবসময়।

Wonderful scene

So sweet!❤️

ম্যাম। আপনাকে অনেক সুন্দর লাগছে

Very beautiful

You are very beautiful

মাশাআল্লাহ 💞💞

আমার খুব পছন্দের একজন শিল্পি কনকচাঁপা ম্যাডাম,কারণ? ওনার কন্ঠ প্রকৃতির চেয়েও অসাধারণ 🥰 অনেক অনেক শুভ কামনা রইলো ম্যাম আপনার জন্য 💐💐🥀

Excellent Beautiful

আপনি আমার প্রিয় শিল্পী আপা,আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি

Great picture

প্রিয় কন্ঠ শিল্পী, সর্বদা আপনার মংগল কামনা করছি।

Good job mem

Beautiful

আপু আপনাকে দেখলেই কেন যেন ভালো লাগে।সেই ছোট্ট বেলা থেকেই আপনাকে খুবই পছন্দ করি,যেটা এখনও আছে... সচরাচর মিডিয়ায় যারা কাজ করে(কন্ঠ শ্রমিক) তাদের চেয়ে আপনি একটু আলাদা স্পেশাল আমার কাছে ❤❤

তুমি আমার প্রানের চেয়ে প্রিয়।❤️

View more comments

7 days ago

Kanak Chapa

🌺এটি একটি পরিবারের সংক্ষিপ্ত ছবি ।

🌺প্রাকৃতিক নিয়মে ছোট পরিবার ভেঙে ভেঙে আরও বড় হয়,খুব স্বাভাবিক। আমার পরিবার থেকে এখন আলহামদুলিল্লাহ তিনটি পরিবার হয়েছে।

🌺এবং আমি বিশ্বাস করি আমরা তিনজন এই ক্রমাগত বেড়ে তৈরি হওয়া তিনটি পরিবারের প্রধান ধারক,বাহক এবং প্রধান শক্তিদায়ী।

🌺পুরুষতান্ত্রিক সমাজে এই স্বীকৃতি খুব সহজ নয়।কিন্তু আমাদের পরিবার আমাদের তিনজনের নিরলস নিঃস্বার্থ অবদান কৃতজ্ঞতার সাথে স্বীকার করে বলে আমার অন্তর্গত বিশ্বাস।

🌺জীবিকা নির্বাহ থেকে শুরু করে সন্তান জন্মদান লালন-পালন, ঘরের কাজ,অন্নসংস্থান ( পড়ুন রান্না করা থালাবাটি থেকে বাথরুম মাজা) এবং নীতি নির্ধারণ সব কিছুতেই আমরা অগ্রগামী।

🌺সবকিছুর পরেও একটা ব্যাপারে আমরা অনেক বেশি এগিয়ে তা হলো আমরা "মাতৃ জঠর " এর অধিকারী এবং জন্মদাত্রী মা।কিন্তু তা নিয়ে আমাদের কোন অহম নাই আবার বাকি তিনজন পুরুষ সদস্যকে আমরা ডমিনেট করিনা কখনো। এটা আমাদের পারিবারিক মূল্যবোধ।

🌺তারাও যেমন আমাদের অবদানকে সরাসরি সম্মান করেন আমরাও তেমনি সিনিয়র হিসেবে, পরিবারের প্রধান হিসেবে সম্মান করি।আমরা অনেক কিছু পারলেও কিছু কিছু কিছু কাজ আমরা একদমই পারিনা।

🌺এ যেন একটি বাক্যের শুন্যস্থান পূরণ এর সমঝোতা পূর্ণ খেলা। এই শান্তিপূর্ণ শলা পরামর্শ পূর্ণ সহাবস্থান এর নামই "পরিবার "।
একটি সফল সুন্দর শিক্ষিত পরিবারের মূল্য সমাজের কাছে উচ্চপর্যায়ে গৃহীত।

🌺একটি শিক্ষিত শান্তিপূর্ণ পরিবার থেকে যে সন্তান মানুষ হিসেবে বড় হয়ে ওঠে তারা কখনও সমাজের জন্য হুমকি স্বরূপ তৈরি হয়না।তারা সমাজকে রাখে সুরক্ষিত, সুসজ্জিত, শান্তিপূর্ণ। পৃথিবী শান্তি পূর্ণ ভাবে এগিয়ে যেতে শিক্ষিত পরিবারের শিক্ষিত সন্তান অনেক বড় ভুমিকা রাখে।

🌺পৃথিবীর সব পরিবারই হোক এক একটি শান্তির বলয়,একটি আদর্শ ইন্সটিটিউট। আপনাদের সবার পুরো পরিবারের জন্য রইলো সহমর্মিতা, সম্মান, শুভকামনা ও ভালোবাসা🌺

🌺আল্লাহুম্মা বারিক লাহা🌺
🌺আল্লাহুম্মা বারিক লাহা🌺
🌺আল্লাহুম্মা বারিক লাহা🌺
... See MoreSee Less

🌺এটি একটি পরিবারের সংক্ষিপ্ত ছবি । 

🌺প্রাকৃতিক নিয়মে ছোট পরিবার  ভেঙে ভেঙে আরও বড় হয়,খুব স্বাভাবিক। আমার পরিবার থেকে এখন আলহামদুলিল্লাহ তিনটি পরিবার হয়েছে। 

🌺এবং আমি বিশ্বাস করি আমরা তিনজন এই ক্রমাগত বেড়ে তৈরি হওয়া তিনটি পরিবারের প্রধান ধারক,বাহক এবং প্রধান  শক্তিদায়ী। 

🌺পুরুষতান্ত্রিক সমাজে এই স্বীকৃতি খুব সহজ নয়।কিন্তু আমাদের পরিবার আমাদের তিনজনের নিরলস নিঃস্বার্থ  অবদান  কৃতজ্ঞতার সাথে স্বীকার করে বলে আমার অন্তর্গত বিশ্বাস। 

🌺জীবিকা নির্বাহ থেকে শুরু করে সন্তান জন্মদান লালন-পালন, ঘরের কাজ,অন্নসংস্থান ( পড়ুন রান্না করা থালাবাটি থেকে বাথরুম মাজা) এবং নীতি নির্ধারণ সব কিছুতেই আমরা অগ্রগামী।
 
🌺সবকিছুর পরেও একটা ব্যাপারে আমরা অনেক বেশি  এগিয়ে তা হলো আমরা মাতৃ জঠর  এর অধিকারী এবং জন্মদাত্রী মা।কিন্তু তা নিয়ে আমাদের কোন অহম নাই আবার বাকি তিনজন পুরুষ সদস্যকে আমরা ডমিনেট করিনা কখনো। এটা আমাদের পারিবারিক মূল্যবোধ। 

🌺তারাও যেমন আমাদের অবদানকে সরাসরি সম্মান করেন আমরাও তেমনি সিনিয়র হিসেবে, পরিবারের প্রধান হিসেবে সম্মান করি।আমরা অনেক কিছু পারলেও কিছু কিছু কিছু কাজ আমরা একদমই পারিনা। 

🌺এ যেন একটি বাক্যের শুন্যস্থান পূরণ এর সমঝোতা পূর্ণ খেলা। এই শান্তিপূর্ণ শলা পরামর্শ পূর্ণ সহাবস্থান এর নামই পরিবার । 
একটি সফল সুন্দর শিক্ষিত  পরিবারের মূল্য সমাজের কাছে উচ্চপর্যায়ে গৃহীত। 

🌺একটি শিক্ষিত শান্তিপূর্ণ পরিবার থেকে যে সন্তান মানুষ হিসেবে বড় হয়ে ওঠে তারা কখনও সমাজের জন্য হুমকি স্বরূপ তৈরি হয়না।তারা সমাজকে রাখে সুরক্ষিত, সুসজ্জিত, শান্তিপূর্ণ। পৃথিবী শান্তি পূর্ণ ভাবে এগিয়ে যেতে শিক্ষিত পরিবারের শিক্ষিত সন্তান অনেক বড় ভুমিকা রাখে।

🌺পৃথিবীর সব পরিবারই হোক এক একটি শান্তির বলয়,একটি আদর্শ ইন্সটিটিউট। আপনাদের সবার পুরো পরিবারের জন্য রইলো সহমর্মিতা, সম্মান, শুভকামনা ও ভালোবাসা🌺

🌺আল্লাহুম্মা বারিক লাহা🌺 
🌺আল্লাহুম্মা বারিক লাহা🌺 
🌺আল্লাহুম্মা বারিক লাহা🌺

Comment on Facebook

৮ নাম্বার পয়েন্ট এ একটু বলতে চাই যে, শুধু শিক্ষিত হলেই হয় না সু- শিক্ষিত হওয়া চাই।

ম্যাডাম পৃথিবীর প্রত্যেক পরিবারে ঐদিন শান্তির বলয় সৃষ্টি হবে যখনি প্রতিটি পরিবারের সন্তান তাদের মা বাবার বাধ্য থাকবে। আপনি লিখেছেন যে শিক্ষিত পারিবারই শান্তির প্রতিক তা সত্য তবে সবার বেলায় দেখা যাচ্ছে ব্যতিক্রম। অনেক বাবা মা তাদের আদরের সন্তানকে নিজের ভিটে বাড়ি বিক্রি করে উচ্চ শিক্ষিত করে এবং পরে দেখা যায় তাসের ঠিকানা হয় বৃদ্ধাশ্রমে। আপনার পরিবার ও সন্তানদের কথা লিখনির মাধ্যমে প্রকাশ করে হৃদয় স্পর্শ করেছেন দোয়া করি পৃথিবীর সকল মা বাবার সন্তানের মধ্যে এধরণের মনমানসিকতা সৃষ্টি হোক এ প্রত্যাশা থাকবে, আপনার প্রতি অনেক অনেক অভিনন্দন।

দোয়া কবুল করাতে চান? দোয়ার মাঝে দোয়া ইউনুস জুড়ে দেন হযরত সা'দ ইবনু আবী ওয়াক্কাস (রাযিঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ "‏ دَعْوَةُ ذِي النُّونِ إِذْ دَعَا وَهُوَ فِي بَطْنِ الْحُوتِ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ ‏.‏ فَإِنَّهُ لَمْ يَدْعُ بِهَا رَجُلٌ مُسْلِمٌ فِي شَيْءٍ قَطُّ إِلاَّ اسْتَجَابَ اللَّهُ لَهُ ‏"‏ আল্লাহ তা'আলার নাবী যুন-নূন ইউনুস (আঃ) মাছের পেটে থাকাকালে যে দু'আ করেছিলেন তা হলঃ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ (লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায যালিমীন।) “তুমি ব্যতীত কোন মা'বূদ নেই, তুমি অতি পবিত্র। আমি নিশ্চয় যালিমদের দলভুক্ত"- (সূরা আম্বিয়া ৮৭) যে কোন মুসলিম লোক কোন বিষয়ে কখনো এ দোয়া করলে অবশ্যই আল্লাহ তা'আলা তার দোয়া কবুল করেন। সহীহঃ আল-কালিমুত তাইয়্যিব (হাঃ ১২২/৭৯), তা’লীকুর রাগীব (২/২৭৫, ৩/৪৩), মিশকাত তাহকীক সানী (হাঃ ২২৯২)।

প্রতিটা কথা কেন যেন বাংলার যুবরাজ আসিফ ভাইয়ের লেখার মত দামি। শুভকামনা রইল প্রিয় শিল্পী কনক চাপা আপার প্রতি।

মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে তিনজনকেই💞 আর লেখার কথা কি বলবো নতুন করে, আপনার লেখা সবসময় সকলের হৃদয় ছুঁয়ে যায়! আপনার একেকটা শব্দ, একেকটা শিক্ষনীয় পোস্ট সবার জীবনে অনুপ্রেরণা জোগায়, বিশেষ করে আমার জীবনে চলার পথে বিশেষ ভূমিকা রাখে। পৃথিবীর প্রতিটি পরিবার যেনো এমনই হয়! আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখুক, শান্তিতে রাখুক পরিবার পরিজনদের নিয়ে এই দোয়া করি মহান আল্লাহ তায়া’লার নিকট! আপনাকে এমন মূল্যবান শিক্ষনীয় পোস্ট আরো লেখার তৌফিক দান করুক মহান আল্লাহ তায়া’লা! আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক! শ্রদ্ধা ও ভালোবাসা সবসময়ের জন্য মাজননী💞❤️💞

So beautiful family members nice to looks all. Very nice picture of Kanokcihapa and others everyone. May Almighty Allah bless all of them.

Very nice

সত্যি এমন স্ত্রী পাওয়া যে কোন পুরুষের জন্য ভাগ্যের শুভ কামনা কনক আপু ভালোবাসা অবিরাম আপনাদের দাম্পত্য জীবন আরো সুন্দর হোক

Best wishes for all

beautiful

your are so beautiful piece

Good wishes

Nice all

মাশাআল্লাহ আপনার অনুভূতি পড়ে আপনার প্রতি শ্রদ্ধা সম্মান আরো বেড়ে গেল। শুভকামনা রইল। 🙏🙏🙏

MA SHA ALLAH. EXCELENT FAMILY. IN SHA ALLAH MY VERY DEAR MAM AS ALWAY.S MAY ALLAH S.W GIVE MORE PATIENCE.STRENGTH TO SUPPORT YOU.R LOVING FAMILY MEMBER.S AMEEN. PRAY FOR US. KIND REGARDS AND LOVE A LOOT. ❤💚🎉⚘🧡🥳

মাশাআল্লাহ।আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুন। সুস্থতা দান করুন।

মাশাআল্লাহ

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল

Love you dear singer bard ( konoc chapa ). Apu 💖💖💜💜💛💛💙💙🌹🌹

Excellent

প্রিয় পরিবারের জন্য অবিরাম ভালোবাসা রইলো সুখ শান্তিতে বেঁচে থাক সারাটি জীবন এই আশায় প্রত্যাশাই রাখি

beautiful

All are so beautiful

Happy family, excellent .

শাবনূরের চোখ এত সুন্দর বেশি সময় তাকিয়ে থাকা যায়না -কনক চাপা

View more comments

Comment on Facebook

আল্লাহ পাক আপনাকে দীর্ঘদিন আমাদের মাঝে সুস্থতার শহিদ বেঁচে থাকার তৌফিক দান করুক,

মাশাআল্লাহ। অনেক ভালোবাসি মা। ❤️❤️❤️❤️❤️

So beautiful!❤️

প্রস্ফুটিত ফুলের মতোই আমৃত্যু এই হাসিটা আপনার মুখে দেখতে চাই আন্টি। বিনম্র শ্রদ্ধা,,,,♥

মাশাআল্লাহ।

So beautiful!❤️

ভুবন ভোলানো হাসি, মাশাআল্লাহ 💖💕

So beautiful!❤️

So beautiful!❤️

Beautiful ♥️♥️♥️

So beautiful!❤️

Absolutely beautiful dear Singer Apu! Allah hefazot koruk...

So wonder & wonder then childhood !!!!

Absolutely beautiful!

Wonderful picture!

You are very beautiful

মাশাআল্লাহ

Absolutely beautiful❤️❤️

So very beautiful

Absolutely beautiful ❤️

So beautiful!❤️

So very beautiful

So beautiful!❤️

Beautiful 💕💕

So beautiful!❤️

View more comments

2 weeks ago

Kanak Chapa

তিনটি পারিজাত এবং আমি, আলহামদুলিল্লাহ। ... See MoreSee Less

Comment on Facebook

আপু, নাতনি পড়লো সুলাইমান ( সাঃ) এটা ভূল, ওটা হবে সুলাইমান (আঃ) প্লিজ নাতনিকে বলে দিন, নইলে গুনাহ্ হবে!

মাশা-আল্লাহ বাচ্চাদের এত সুন্দর ইসলামিক নাম রেখেছেন। সবাইকে আললাহ নেক হায়াত দান করুন।

অনেক সুন্দর ব্যক্তিত্ত্বের মানুষ আপনি। ঠিক যতোটুকু থাকলে একজন মানুষকে প্রকৃত ও সুন্দর মানুষ হিসেবে দেখায়। মহান আল্লাহ্ আপনাকে ও আপনার পরিবার পরিজনকে সুস্থ রাখুন, ভাল রাখুন।

You are always nice looking great apu I pray to god to see your smile face

Congratulations and best wishes.

Beautiful ❤️❤️❤️

So proud of you

I💓💓 love you mam...💖💖

Best of luck

Best of luck

Best of Luck

আপা, কচিকাচা সোনামনিদের নিয়েএভাবেই কেটে যাক আপনার সময়। দোয়া করি আল্লাহ যেন এই মানসিকতাই রাখে আজীবন। ফিআমানিল্লাহ।

আপা 👑Congratulations👑 Best of luck! জীবনের প্রতিটি মুহূর্ত রঙিন হোক 🌈💖

খুব সুন্দর পরিবার

Very good

মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে সবাইকে। ওদের সবাইর জন্য দোয়া ও শুভ কামনা রইলো....

🥀দোয়া করি আল্লাহ যেন আপনার পরিবারের সবাইকে ভালো রাখেন🌷আপু আপনার সেই গানটি আমার এখনো কানে বাজে🌹বাজারে যাচাই করে দেখিনিতো দাম,সোনা কিনিলাম নাকি রুপা কিনিলাম🌳এটা আমার পছন্দের সেরা একটি গান সম্ভব হলে আপনার মধুর কন্ঠে আবারও একবার এই অসাধারণ গানটি শোনানোর অনুরোধ করছি🌲

Masallah. Best wishes to u all.

মাশাআল্লাহ। আপনার পরিবারের সদস্যদের জন্য অনেক দোয়া রইলো।

Super nice

সবার জন্য অনেক অনেক দোয়া রইলো♥️🥀🌺♥️

আল্লাহ ভালো রাখুক। সব সময় দোয়া করি।

মাশাল্লাহ্ নাতি নাতনি দেখে ভাল লাগছে এবং ইসলামের উপর লেখা পড়া করছে।এটা মুসলমানদের কর্তব্য ।

গান আমি শুনি আপনার কন্ঠ অনেক ভালো লাগে তাই আপনাকে জানাই অনেক শুভেচ্ছা এবং আনন্দ বিনিময় আপনি আমাদের অনেকটা কণ্ঠশিল্পী

মাশা আল্লাহ

View more comments

2 weeks ago

Kanak Chapa

আমার পেজের প্রধান অ্যাডমিন মাইদুল ইসলাম শাকিল কিউ (Midul Islam) -এর জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা ... See MoreSee Less

Comment on Facebook

শুভ জন্মদিন।,,,,আন্টি সারা বাংলাদেশে এমন হাজার হাজার কিউ আপনার আছে হয়ত অনেক এই ভাই এর মত আপনার কাছাকাছি আসতে চেয়েও পারে না।আপনি তাদের সবাইকে আপনার আদর ভরা কন্ঠে একটু খানি হায় বলে দিলেই সবার মনটা ভরে যাবে।আন্টি আমি সেই ছোট বেলা থেকেই আপনাকে অনেক অনেক পছন্দ করি।আপনার গান গুলো হৃদয় নারা দিয়ে যায়।অনেক অনেক দোয়া থাকলো আপনার জন্য আপনি যেন সব সময় ভালো থাকেন,সুস্থ থাকেন এবং নীরাপদে থাকেন সেই শুভ কামনা থাকবে।সব শেষে আমার এই অগোছালো লেখাটার যদি একটুখানি উত্তর দেন আমি অনেক খুশি হবো।আল্লাহ্ হাফেজ।

যদি কিউ হতাম, আর এ রকম একজন কল্পনার প্রিয় মানুষের এ রকম উষ্ণ শুভেচ্ছা পেতাম, নিশ্চিত আমার গোটা শরীর মমের মত গলে মরুভূমিতে পড়ে মাটিতে মিশে যেত। আপা, আপনার কন্ঠ যেমন হৃদয় নাড়িয়ে দেয়, আজ বুঝলাম মানুষ হিসেবে আপনার স্কেল টা কত উঁচু। সেলুট আপা, আপনার মত একজনের ফ্যান হতে পেরে আমি ধন্য।

A VERY EXCELENT HAPPY BIRTHDAY. KIND REGARDS AND LOVE A LOOT

Happy Happy birthday, and many Happy returns of the day, how cute and how lovely, everyone, mashallah ❤

Happy birthday to you

Happy birthday 🎉

Happy birthday anniversary

May God's mercy be upon you. Happy birthday.

happy birthday 🥀❤️

HAPPY

Happy birthday to dear

Happy birthday ❤️❤️❤️

Happy birthday

আল্লাহর কাছে নেক হায়াত কামনা করি। মহান রাব্বুল আলামীন গোটা জীবন যেন চিরসুখের হয়,শুভকামনা রইলো।

Happy birthday 🎉

happy Bath Day

Happy birthday dear

Congratulations ❤️❤️❤️

Happy birth day

Happy birthday to you

Enjoy your special day!

শুভ জন্ম দিন

Happy birthday 🎉

Apu is the best.

শুভ জন্মদিন, প্রিয় শিল্পী আমার প্রিয় নেত্রী আপনার জন্যে শুভকামনা দোয়া ভালোবাসা চিরন্তন, সুসাস্থ কামন করি

View more comments

2 weeks ago

Kanak Chapa

কিউ, অনেক দিন দেখা হচ্ছে না বাবা।যদিও তুই আমার হাতের লাঠি,অনলাইনে কানেক্টেড থাকি তারপর ও দেখা হলে অন্যরকম আনন্দ হয়।তোর সময় মতো তুই কিউ, পিউ আর চিউ কে নিয়ে আসিস এই মায়ের মতো একজনের সাথে দেখা করতে।আরেকজন টিউ কি শিগগিরই আসছে ইনশাআল্লাহ? এরপর আসলে তখন লেট বার্থডে খাওয়া দাওয়া হবে ইনশাআল্লাহ।

শুভজীবন কিউ।আল্লাহ তোর পুরো পরিবারের সুরক্ষা দিন। নতুন বাসা বরকতময় করে দিন।অনেক আশীর্বাদ রইলো বাবা।

( কিউ আমার পুত্রসম প্রিয় একজন মানুষ। সে আমাকে মা ডাকে। বস্তুত আমি তার মা-ই। সবসময় তার অনেক প্রশ্ন থাকে দেখে তাকে আমি ডাকি কিউ।বউমাকে ডাকি পিউ আর ওদের বাচ্চা চিউ।ভবিষ্যতে টিউ এর আশায় দিন গুনি।উল্লেখ্য যে কিউ আমার অনলাইন স্কুলের ক্যাপ্টেন এবং এই পেজের দুইজন স্বপ্নদ্রষ্টাদের একজন এবং প্রধান এডমিন। আপনারা ওর জন্য দোয়া করবেন। সে একজন খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ)
... See MoreSee Less

কিউ, অনেক দিন দেখা হচ্ছে না বাবা।যদিও তুই আমার হাতের লাঠি,অনলাইনে কানেক্টেড থাকি তারপর ও দেখা হলে অন্যরকম আনন্দ হয়।তোর সময় মতো তুই কিউ, পিউ আর চিউ কে নিয়ে আসিস এই মায়ের মতো একজনের সাথে দেখা করতে।আরেকজন টিউ কি শিগগিরই আসছে ইনশাআল্লাহ?  এরপর  আসলে  তখন লেট বার্থডে খাওয়া দাওয়া হবে ইনশাআল্লাহ। 

শুভজীবন কিউ।আল্লাহ তোর পুরো পরিবারের সুরক্ষা দিন। নতুন বাসা বরকতময় করে দিন।অনেক আশীর্বাদ রইলো বাবা।

( কিউ আমার পুত্রসম প্রিয় একজন মানুষ। সে আমাকে মা ডাকে। বস্তুত আমি তার মা-ই। সবসময় তার অনেক প্রশ্ন থাকে দেখে তাকে আমি ডাকি কিউ।বউমাকে ডাকি পিউ আর ওদের বাচ্চা চিউ।ভবিষ্যতে টিউ এর আশায় দিন গুনি।উল্লেখ্য যে কিউ আমার অনলাইন স্কুলের ক্যাপ্টেন এবং এই পেজের দুইজন স্বপ্নদ্রষ্টাদের একজন এবং প্রধান এডমিন। আপনারা ওর জন্য দোয়া করবেন। সে একজন খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ)

Comment on Facebook

কিউ আমার পুত্রসম প্রিয় একজন মানুষ। সে আমাকে মা ডাকে। বস্তুত আমি তার মা-ই। সবসময় তার অনেক প্রশ্ন থাকে দেখে তাকে আমি ডাকি কিউ।বউমাকে ডাকি পিউ আর ওদের বাচ্চা চিউ।ভবিষ্যতে টিউ এর আশায় দিন গুনি।উল্লেখ্য যে কিউ আমার অনলাইন স্কুলের ক্যাপ্টেন এবং এই পেজের দুইজন স্বপ্নদ্রষ্টাদের একজন এবং প্রধান এডমিন। আপনারা ওর জন্য দোয়া করবেন। সে একজন খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ

হায়রে নাম কিউ, টিউ, চিউ, মিউ বিউ ইত্যাদি ইত্যাদি। আপা কি নাম রাখলেন ?

এন্ড্রু কিশোরের কিছু হয়? চেহারায় বেশ মিল।

Beautiful family ❤️

Happy birthday to you

কিউ,পিউ,চিউ আর টিউ এগুলো কি আপা?

একজন নিরপরাধ প্রবাসীকে মুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করছি। প্রবাসীর ব্যাগে ইয়াবা ডুকিয়ে দেয়া ব্যক্তি ৪ দিন পরে জামিনে বের হয়ে যায়, আর নিরপরাধ রেমিট্যান্স যোদ্ধার ২০ বছর সাজা দেয় সৌদির আদালত। রেমিট্যান্স যোদ্ধাদের বিবেকের কাছে প্রশ্ন ঐ ব্যক্তির জায়গায় আপনি অতবা আমিও হতে পারতাম। তাই আসুন সবাই একসাথে প্রতিবাদের ঝড় তুলি। নিরপরাধ প্রবাসী ভাইয়ের পাশে দাঁড়ায়।

Beautiful family 💕 Happy birthday to you

Beautiful family 💕

অকে মেডাম তাহলে আপনার গান শুনতে শুনতে এখন খাই একটা ডিউ। 😍😍😍

Beautiful family 💕

Happy Birthday!🎉🎂🎈

Happy Birthday 🎊🎁🎈

Beautiful

Beautiful ❤️❤️❤️❤️

Beautiful family ❤️

Beautiful family 💕

Beautiful family ❤️

Beautiful ❤❤❤

Beautiful

Beautiful family ❤️

Happy Birthday 🎉💕

অসাধারণ ♥️

শুভ জন্মদিন

Good looking family

View more comments

2 weeks ago

Kanak Chapa

অনেক সাধনার পরে আমি
পেলাম তোমার মন
পেলাম খুঁজে এ ভূবনে
আমার আপনজন
... See MoreSee Less

Comment on Facebook

সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, রুনা লায়লা, কনক চাপা এদেশের সম্পদ। সত্যিই আপনার গান গুলি শুনে আবিভূত হই।

আল্লাহ সুন্দর কন্ঠ দিয়েছেন অশ্লীল গান গাওয়ার জন্যে নয়।আপনি কুরআন তেলাওয়াত করে ও হামদ,নাত(গজল) গেয়ে fb আপলোড করতে পারেন

একটা সময় ছিল পুরা সপ্তাহ জুড়ে আমরা সবাই শুক্রবারের বাংলা মুভির জন্যে অপেক্ষা করতাম।মুভিটা দেখার পর মুভিতে যে গানগুলো থাকতো সেগুলো সবার মুখে মুখে থাকতো।তেমনি একটা গান "অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন"তখন এই গানটা আমরা সব বন্ধুরা মিলে এক সাথে গাইতাম।আপনার কন্ঠে গানটা শুনে সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল।।

ম্যাম,ওগো মোর প্রিয়া, জেনে রাখো তুমি..... এই গান টা করবেন একটা বার প্লিজ। প্রেম যুদ্ধ মুভির গান।

আমি ভালবাসি তোমাকে ❤️🙏❤️

ABSOULATELY MIND BLOWING. KIND REGARDS AND LOVE A LOT

মিলু স্যার ও আপনার কন্ঠে এই গান টি আমার অনেক প্রিয় একটি গান ম্যাম🥰 এসব জনপ্রিয় গানের মাঝে ই শত শত বছর আমাদের মাঝে বেচে থাকবেন 🤩🤩

Excellent singer Kanak Of Country. Very nice voice lovely appearance looking so sweet.

♥️ম্যাম, আমার এই প্রিয় গানটি গাওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ♥️

অনেক পছন্দের একটা গান। বেচে থাকুন প্রিয় আপু লাভ ইউ অলয়েজ ❤️❤️❤️

আসসালামু আলাইকুম আপনাদের গানগুলো শুনলে চোখ দিয়ে পানি এসে যায়। কারণ কি জানেন সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় ছোটবেলায় রেডিওতে গান হত রেডিও নিয়ে বসে থাকতাম কখন আপনাদের এই গান গুলো দিবে।। সত্যি খুব ভালো লাগতো আল্লাহ আপনাদের আরো অনেক যুগ যুগ হায়াত দান করুক।।

Mom so very fantastic song

Awesome Song. Pray And Best Wishes.

Excellent... U r asset of Bangladesh in bangla songland.

You are my best singer,I love u every moment,

Wonderful.

ম্যাম ছোট্ট বেলা থেকে আপনার গান শুনে আসছি। ভালো থাকবেন,আগামী তে যেন আপনার গান শুনতে পারি। নীলাঞ্জনা নামে --গান টা দয়া করে শুনাইবে। All the best.

অসাধারণ একটি গান

so beautiful song

সত্যি অসাধারণ কন্ঠ বাংলাদেশ সংগীত জগতের অহংকার আপনাকে অসংখ্য ধন্যবাদ

What a voice wao really awesome. my favorite singer apo. Best wishes to All of ur family members .

Absolutely nice your 👉 nic song appo

One of my favourite song. Love you mam.

So beautiful!❤️

I love this song!

View more comments

2 weeks ago

Kanak Chapa

ঠিক আট বছর আগে আজকের এই দিনে আমার দুই ছেলে রাশেদীন ফয়সাল (Rashedin Faysal) ও মাইদুল ইসলাম শাকিল কিউ (Midul Islam) আমার জন্য এই পেজটা খুলে দিয়েছিলো। তারপর থেকে তাদের নিরন্তর চেষ্টায় আমি আমার অনেক ভক্ত শুভানুধ্যায়ীদের কাছে পেয়েছি এবং এই সাথে আপনারা এও জানেন এদের দুজনের একজন রাশেদীন ফয়সাল ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আমাদের ছেড়ে চলে গেছে তাও অনেকদিন হলো। আপনারা সবাই রাশেদীন এর আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন। যারা আমার পেজকে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। এই পেজ নিয়ে কোনো গন্তব্যে যাওয়া আমার লক্ষ্য নয়। ভক্তদের সাথে আমার কথা হচ্ছে এটাই আমার ভালোলাগা। তোমাদের সবাইকে ভালোবাসি। ... See MoreSee Less

ঠিক আট বছর আগে আজকের এই দিনে আমার দুই ছেলে রাশেদীন ফয়সাল (Rashedin Faysal) ও মাইদুল ইসলাম শাকিল কিউ (Midul Islam) আমার জন্য এই পেজটা খুলে দিয়েছিলো। তারপর থেকে তাদের নিরন্তর চেষ্টায় আমি আমার অনেক ভক্ত শুভানুধ্যায়ীদের কাছে পেয়েছি এবং এই সাথে আপনারা এও জানেন এদের দুজনের একজন রাশেদীন ফয়সাল ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আমাদের ছেড়ে চলে গেছে তাও অনেকদিন হলো। আপনারা সবাই রাশেদীন এর আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন। যারা আমার পেজকে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। এই পেজ নিয়ে কোনো গন্তব্যে যাওয়া আমার লক্ষ্য নয়। ভক্তদের সাথে আমার কথা হচ্ছে এটাই আমার ভালোলাগা। তোমাদের সবাইকে ভালোবাসি।

Comment on Facebook

এই পেইজের আজ আট বছর! সময় কীভাবে যায়! আমার পেইজের আসল স্বপ্নদ্রষ্টা রাশেদীন ফয়সাল। সে মারাত্মক সড়ক দুর্ঘটনায় আমাদের ছেড়ে চলে গেছে। এখন পেইজ ম্যানেজমেন্টের দায়িত্ব নিজে থেকে নিয়েছে মাইদুল ইসলাম শাকিল। অলিউর রহমান ও সোহাগ রুদ্র সাথে আছে অ্যাডমিন হিসেবে। এছাড়া আছে একঝাঁক মডারেটর যারা পেইজ পরিচ্ছন্ন রাখে। সবার সহযোগিতায় পেইজ চলছে। তবে আমি প্রধান চালিকাশক্তি হিসেবে দেখি পেইজে যারা সারাক্ষণ থাকছেন, কমেন্ট করছেন। আপনাদের সবাইকে আমার প্রাণঢালা শুভেচ্ছা, আশীর্বাদ। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ সুখী সম্বৃদ্ধ রাখুন।

সম্ভবত এই শার্টটাতেই উনার সাথে শেষ দেখা হয়েছিল। সিলেট এমসি কলেজের মাঠে। প্রায়ই মনে হয় উনার কথা। অসম্ভব ভালো মানসিকতার মানুষ। এক্সিডেন্টের সময়টা এখনো মনে পরে, ফিরে আসার কথা ছিল কিন্তু আসেননি। কোনো এক পূণ্যের বিনিময়ে আল্লাহ রাশেদীন ভাইয়ের কবরের আযাব মওকুফ করে দিন।

আমি একজন ক্যান্সারের রোগি কথা বলতে পারি না প্রায় 10 বৎসর আল্লাহ বাচাইযা রাখছে আপা আমি বি এন পি করি। আমি আপনার পুরানো ভক্ত আমি একবার আপনার সব গান চাইছিলাম দিতে পারেন নাই। আমি অনেক কস্টে অনেক গান কালেকশন করছি। আপনার সব ছবি আমার মোবাইলে আছে। ভালো থাকবেন সবাই দোয়া করি আল্লাহর ইচ্ছায ।আমার জন্য দোয়া করবেন।

কস্ট আর সৃষ্টি !! আন্তরিক সমবেদনা রইল !!

আপু তুমি ভার্জিনিয়া কোথায় থাকো আমি মেরিল্যান্ড” থাকি

Rashed foysal onek valo akti chele chilo ami take miss kori amar shate shob shomoy kota hoito Allah take jannatul ferdus dhan koruk ameen 😭🙏🏼

দোয়াও ভালবাসা রইলো ♥ আপু„আপনার -সু স্বাস্হ্য ও দীর্ঘআয়ু কামনা করছি!

নির্বাচনের সময় আপনার কিছু কথা শুনেছি আপনার গানের গলার চেয়ে কথা বলার মাধুর্য অনেক ভালো আল্লাহ আপনাকে হায়াতে তাইয়েবা দান করুন

অনেক দোয়া ও শুভ কামনা রইলো পেইজের শুভ জন্মদিন ❤️

আল্লাহ্ রাশেদীন কে জান্নাত দান করুন।আমিন

So sad, না পড়লে জানতেই পারতাম না রাশেদুল নেই! ওর আত্মার মাগফেরাত কামনা করছি। "আল্লাহ্" রাদেদুলকে বেহেশতে নসিব করুক। পরিবারে সবার প্রতি সালাম ও ভালোবাসা রইল। মোঃ আবুবকর সিদ্দিকী (উজ্জ্বল), গ্রীস।

রাশেদীন ফয়সাল ভাইকে মনে পড়ে গেল । অসাধারণ একজন মানুষ ছিলেন।। ভাইকে বলছিলাম ভাই দেশে গেলে সিলেট যাব ঘুরতে একটু ঘুরিয়ে দেখায়েন। ভাইয়ের উত্তর ছিল এমন "ভাই দেশে এসে বিয়ে করলে আপনার বৌ আপনাকে এমন ঘুরান্টি দিব দেখবেন আর বাইরে ঘুরতে মন চাবে না" খুব মিশুক ও হাসিখুশি ছিল।। আল্লাহ্ ওনাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করুন । আমিন।

আপনে আমাদের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কত এসেছেন, অনেক ইচ্ছা ছিলো আপনার সাথে কথা বলবো,কিন্তু অনেক কাছে পেয়ে ও তখন কথা বলার সুযোগ হয় নাই,এখন অনেক মিছ করি...

রাশেদীন এর জন্য খুব কষ্ট পেলাম । খোদা তাঁকে জান্নাতুলফেরদৌস নসিব বুলন্দ করেন। আমিন।

রাশেদীন ফয়সাল। বয়সে আমার চেয়ে একটু বড় হলেও সম্পর্ক অনেকটা সমবয়সী বন্ধুর মতো। সদা হাস্যোজ্জ্বল প্রাণখোলা এই লোকটির সাথে প্রথম পরিচয় ঘটে সিলেটে ৩ দিনের এক সাংবাদিকতা প্রশিক্ষণে। পরিচয়ের ঘনিষ্ঠ হয় সিলেটের ওয়েব পোর্টাল সিলেট ভিউ ২৪ ডট কমের আয়োজনে লোভাছড়া ভ্রমণে । এরপর সিলেটে প্রায়ই দেখা-সাক্ষাৎ, ফেসবুকে নিয়মিত হাই হ্যালো ইত্যাদি। এই অল্প ক’দিনের পরিচয়ে রাশেদীন ফয়সাল নামটি আমার কাছে অনেক আপন হয়ে উঠেছিল। তার স্বভাবটাই ছিল সহজে মানুষকে আপন করে নেওয়া। লোভাছড়া ভ্রমণে আসার পূর্বে ফেসবুকে স্টেটাস দিয়েছিলেন ‘তো যাই হোক-আগামী শুক্রবার সকাল ৮টায় লোভাছড়ার উদ্দেশ্য যাত্রা করিব-ইনশাআল্লাহ’ আমি তার স্ট্যাটাসে কমেন্ট করছিলাম-ভাই আমাকে সাথে নিবেন কি? তিনি উত্তরে বলেছিলেন ‘আমনে (আপনি) শক্ত-সামর্থ্য দেইখ্যা দুইখান ময়ূরপঙ্খী সাজাইয়া রাইখেন! আইতাসি। সেদিন লোভাছড়া ভ্রমণে পুরো টিমকে মাতিয়ে রেখেছিল রাশেদীন ফয়সাল। নৌকার ছাদে বসে খিলখিলিয়ে হেসে বলছিলেন-মাহবুব ভাই আপনার ক্যামেরা দিয়া আমার একখান ফডো (ছবি) উঠান (তুলেন)। আজ সেই কথাগুলো খুবই মনে পড়ছে ফয়সাল ভাই। এক মুহূর্তের জন্য বিশ্বাস হচ্ছেনা আপনি আমাদের মাঝে নেই। চোখে ভাসছে আপনার হাস্যজ্জল মুখ। জানি আপনি আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে তবে আপনার কর্মে আমাদের মাঝেই বেঁচে থাকবেন যুগ যুগ ধরে।পরিশেষে রাশেদীন ফয়সাল এর আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। অামিন

So beau So happy family

ভাইয়ার আত্মার মাগফেরাত কামনা করছি। সেই সময়কার কথা মনে পড়ে। কতটা ভয়াবহ সময় ছিলো তখন । রাশেদিন ভাইয়ার স্মৃতি সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্যে বা বাঁচিয়ে রাখার জন্যে আমার অংশগ্রহণ টা আমাকে ভালো লাগায়,সেই সাথে একটা বড় দায়িত্বও মনে হয়। কারন যারা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন বিশেষ করে যেসব প্রিয়জনেরা হারিয়ে গেছেন তাদের স্মৃতি সংরক্ষণ আমাকে ভালো লাগায়। আল্লাহ ভাইয়াকে জান্নাতুল ফেরদাউস এর মেহমান হিসেবে কবুল করে নিন৷ আমীন।

সৃতি হয়ে এই পেইজটি প্রতিটা বছর আমাদের প্রিয় রাশেদীন ফয়সাল ভাইয়ের কথা বলবে আল্লাহ পাক রাব্বুল আলামিন ভাইটিকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমিন

আপা রাসেদীনের চলে যাওয়ায় আমরাও ব্যাথিত,শুধু ব্যাথিত নই,একজন মা জানে সন্তান কি আদরের হয়, আল্লাহ রাসেদীন কে জান্নাতুল ফেরদৌস নসিব করুন❣️❣️ আমিন, সেই সাথে আপনি এবং আপনার ফেমেলির সবাই কে আল্লাহ নেক হায়াত দান করুন 😍😍সামনে এগিয়ে যান আল্লাহ সেই ব্যাবস্থা করে দিবে, দোয়া ও শুভকামনা রইল ❣️❣️🇧🇩🇧🇩আর ৮ বছর নয় -হাজার বছর যেন এই পেজ অটুট থাকে ইনশাআল্লাহ্🇧🇩🇧🇩

Amra apnakeo onek valobashi❤️❤️❤️❤️

আপু আপনি যে আমাদের ভাইটাকে মনে রেখেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। এক্সিডেন্টটা হয়েছিল সিলেটের দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ রোড এর সিববাড়ি কাছাকাছি। একসাথে যাওয়ার কথা। গাড়িতে সিট না থাকায় আমি পেছনের গাড়িতে উঠি, জানা ছিল না এভাবে ভাইটাকে হারিয়ে ফেলবো আমরা।আমাদের মোগলা বাজার এর কোনারচর গ্রামের সবচাইতে ভালো ও উদারমনের মানুষ ছিলেন তিনি। আল্লাহ তায়ালা আমাদের এই ভাইটাকে জান্নাতুল ফিরদাউস দান করেন আমিন।

আপনার ভিতরে এত যন্ত্রণা লুকিয়ে আছে জানতাম না আপু আজকে লেখা টা পড়ে জানলাম, আপনার ছেলেকে আল্লাহ তালা জান্নাতুল ফেরদৌস দান করুন এই দোয়া করি, আপনি আমার অনেক পছন্দের শিল্পী আপনি এত বড় মানের একজন শিল্পী, তাও এত সাধারণ মনে হয় খুব কাছের মানুষ খুব আপনজন মনে হয় আপনিকে।

আমিও আপনাকে অনেক ভালবাসি,আপনি আমার প্রিয় একজন শ্লিপ্পী,ছোট থেকেই রেডিও শুনতাম আর আপনার প্রিয় কন্ঠভেসে আসতো ইথারে।

আপনার চেহারার সাথে কোন মিল নেই। আপনার ছেলেদের জন্য অনেক অনেক দোয়া রইলো।

CONGRATULATIONS

View more comments

3 weeks ago

Kanak Chapa

নির্মল ভোরের কথকতা ... See MoreSee Less

Comment on Facebook

আপনার একথা গুলোর মাঝে কেমন যেন একটা দীর্ঘশ্বাস আর চোখ ছল ছল একটা ব্যাপার আছে!! সেটা একদম তীরের মত ব্যাথা হয়ে এসে আমার কলিজায় লাগে.....!! আমি আপনাকে সব সময় সুখী দেখতেই ভালোবাসি,এবং সৃষ্টিকর্তার কাছে সেই প্রার্থনা করি যত দিন বাঁচেন সৃষ্টিকর্তা যেন আপনাকে পুরো পরিবার সহ সুস্থ আর সুখি রাখে🥰😍

কনকচাঁপা আপু আপনার সুন্দর মনের ভালো চিন্তা ভাবনার প্রতি অনেক শ্রদ্ধা করি নিঃসন্দেহে আপনি একজন ভাল মানুষ আমি আপনার অতি সাধারন একজন ভক্ত আপনাকে আমি অনেক শ্রদ্ধা করি আপনার গান আমার খুব ভালো লাগে কিছু কিছু গান আমার হৃদয় খোরাক জোগায় জানেন আপু আমার জীবনের অনেক ব্যথা দায়ক রাত কাটতে আপনার কিছু কিছু গান আমাকে অনেক সাহায্য করেছে প্রবাসে থাকি সব সময় সময় পাইনা কমেন্ট করতে কিন্তু আপনার পেজে সব সময় চোখ রাখি আমি আপনার পেইজের টপ ফ্রেন্ড এর ভিতর একজন শ্রোতা আপু আপনার প্রতি অনুরোধ আপনি কোনদিন বাংলাদেশের রাজনীতিতে জড়াবেন না আপনার ছোট ভাই হিসেবে এই অনুরোধ টা করলাম বাকিটা আপনার ইচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন

আসসালামুআলাইকুম আপু আপনার কথাগুলো শুনে আমার চোখে জ্বল এসেগেল আপনার অনেক গান আমার প্রিয়। আসলে জানেন আপু আমরা পাবলিক যারা আছি বাহিরের দিকটা বেশি বুঝি। একবার ও বুঝতে চেষ্টা করিনা একজন শিল্পী বিতরে বিতরে কত কষ্ট বয়ে বেরায়। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে ইসলামের পথে কবুল করেন আমিন

ভালবাসা রইলো আপু অনেক গুলো 😘

আমরা ভাগ্যবান আপনার মত একজন গুনি শিল্পি আমাদের আছে, ছোট বেলা থেকে আপনার গান এত ভালো লাগে যে মন্ত্রমুগ্ধ হয়ে শুনি,সেই সাথে এন্ডু কিশোর স্যার এর গান, 💞💞

I love this song!

Beautiful ❤️❤️❤️

I love this song mom

You are absolutely genius.....❤️ forever.... Stay safe....

So beautiful ♥️

Beautiful 😍❤️

কেমন আছেন আপা

Absolutely beautiful.

Beautiful ❤️❤️❤️

সহজ সরল সাবলীলতা- গানের মতোই আপনার জীবনবোধ। এ অকৃত্রিম সারল্যটুকু বহমান থাকুক লক্ষ শ্রোতার বিমুগ্ধ ভালোবাসায়- এই শুভকামনা নিরন্তর।

Love this song

Beautiful ❤️❤️❤️❤️

Beautiful ❤️❤️❤️

So beautiful!❤️

Beautiful ♥️♥️♥️

Absolutely beautiful.

Grateful for you 🥰🥰🥰

Grateful for you 🥰🥰🥰

Silent weather.nice view & excellent talking

Absolutely beautiful.

View more comments

Load more